বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
নায়ীরা - মুহম্মদ জাফর ইকবাল
বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫ by Usama Yousuf
গোপন একটি ল্যাবরেটরিতে এগারোটি মেয়েকে বড় করা হচ্ছে। একসময় সেখানে ছিল উনিশজন, বিজ্ঞান কেন্দ্র একজন একজন করে আটজনকে নিয়ে গেছে। যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি। গোপন ল্যাবরেটরির নিঃসঙ্গ মেয়েগুলো জানতো তারা আর ফিরে আসবে না, যারা এখান থেকে যায় তারা আর কখনো ফিরে আসে না। তার কারণ মানুষ হয়েও তারা মানুষ নয়। তারা ক্লোন। ক্লোনদের কোন নাম হয় না, একটি সংখ্যা দিয়ে তাদের পরিচয়। ক্লোন মেয়েরা যখন তাদের তাদের পরিচয়। ক্লোন মেয়েরা যখন তাদের একটা মেয়েটে বিদায় দেয় তখন গভীর ভালোবাসায় তাকে একটি নাম দেয়। নায়ীরা সেরকম একটি নাম। কেউ তাকে সেই নামে ডাকে না, ক্লোন মেয়েটি তবু সেই নামের পরিচয় নিয়ে বেঁচে থাকে। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, সত্যিকারের বেঁচে থাকা। নিজের জন্যে এবং সবার জন্যে বেঁচে থাকা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “নায়ীরা - মুহম্মদ জাফর ইকবাল”
একটি মন্তব্য পোস্ট করুন