শুক্রবার, ১৯ জুন, ২০১৫
গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ - মুহাম্মদ হাবিবুর রহমান
শুক্রবার, ১৯ জুন, ২০১৫ by Usama Yousuf
প্রাক্তন প্রধান বিচারপতি, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অধুনা বুদ্ধিবৃত্তিকচর্চায় নিয়জিত ও উদবোধন আসন অলঙ্করনে ব্যাস্ত মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা ইতিহাস বিষয়ক বই ‘গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ’ ।বইটির প্রকাশ উপলক্ষে প্রসঙ্গ কথা লিখেছেন বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক মঞ্জুরেমাওলা এবং পুনর্মুদ্রন প্রসঙ্গে লিখেছেন মোহাম্মদ হারুন উর রশিদ।বইটির প্রেক্ষাপট সুবিশাল এক সময়, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশের দুই হাজার দুইশত বছরের ইতিহাস ধরা হয়েছে মাত্র দেড়শত পৃষ্ঠার মধ্যে।লেখক এ-কারণে কেবল প্রধান ঘটনাগুলির সংক্ষিপ্তসার প্রকাশ করেছেন।প্রাগৈতিহাসিক যুগ থেকে স্বাধীন বাংলাদেশে সংবিধান প্রণয়ন পর্যন্ত নানা চড়াই উৎরাই এই বইয়ের প্রেক্ষাপট।মূল সুরের পাশাপাশি অন্যান্য অনুকল্প উল্লেখিত বাধার কারনে পেখম মেলতে পারেনি।কিন্তু লেখকের জ্ঞান ও প্রজ্ঞার আভাস সুযোগ পেলেই দেখা দিয়েছে নানা বাক্যে।প্রেক্ষাপটও সুবিন্যস্ত সে জ্ঞান আর প্রজ্ঞার কারনেই।Tags: ইতিহাস , মুহাম্মদ হাবিবুর রহমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 Responses to “গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ - মুহাম্মদ হাবিবুর রহমান”
একটি মন্তব্য পোস্ট করুন