শুক্রবার, ১৯ জুন, ২০১৫
স্বাধীনতা ’৭১ - কাদের সিদ্দিকী বীরোত্তম
শুক্রবার, ১৯ জুন, ২০১৫ by Usama Yousuf

বাংলাদেশের মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের নাম এক অবিস্মরণীয় স্বাতন্ত্র্যে চিহ্নিত। সীমান্তের অপরপারে নিরাপদ আশ্রয়ে থেকে নয় বরং পৃথিবীর দুর্জয় অথচ ঘৃণ্যতম হানাদার পাক বাহিনীর প্রধান ঘাঁটি রাজধানী ঢাকা থেকে মাত্র চল্লিশ মাইল দূরে চারিদিকে শত্রুবেষ্টিত অধিকৃত এলাকায় এক মুক্তিকামী তরুণ আবুদল কাদের সিদ্দিকী পরবর্তীকালে যিনি ‘টাইগার সিদ্দিকী’ নামে বিশ্ববিখ্যাত হয়েছেন তিনি দেশের মাটিতে জনগণের মধ্যে অবস্থান করে স্বীয় অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, আত্মবিশ্বাস, অভূতপূর্ব রণনীতি ও রণকৌশল এবং বিরল সামরিক প্রতিভাবলে গড়ে তুলে ছিলেন সতেরো হাজার সুদক্ষ মুক্তিযোদ্ধা ও সত্তর হাজার স্বেচ্ছাসেবকের এক বিরাট ও বিশাল বাহিনী; তাঁর নিয়ন্ত্রণাধীন মুক্তাঞ্চলের চল্লিশ লক্ষ মানুষকে প্রকৃতপক্ষে পরিণত করেছিলেন এক একজন দেশপ্রেমিক মুক্তি যোদ্ধায়, অসংখ্য যুদ্ধে মোকাবিলা করেছিলেন বহু বহুগুণ বেশি শক্তিশালী ও সর্বাধনিত অস্ত্র সজ্জিত বর্বর হানাদার বাহিনীর সঙ্গে.. যার নাম শুনে সেই দুঃসহ রক্ত ঝরাদিনগুলোতেও আঁতকে উঠতো রক্ত পিপাসু দস্যুরা, এমনকি যার অসাধারণ রণনৈপুণ্যর ফলে মিত্রবাহিনীর পক্ষে ঢাকা শহরের পতন ঘটাতে তাঁদের পরিকল্পিত সময় ও পথের পরিবর্তন ঘটেছিল সেই টাইগার সিদ্দিকীর লেখনীতে মুক্তিযুদ্ধের প্রথম দিনটি থেকে শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটি ঘটনার বিশদ বিবরণ বিবৃত হয়েছে। ‘আমি যদি হুকুম দিবার না পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পোড়ো’ বঙ্গবন্ধুর ৭ই মার্চের আহবান বাস্তবে রূপ দিয়েছিল যে ‘কাদেরীয়-বাহিনী’ তাদেরই প্রাণপ্রিয় সর্বাধিনায়ক বাংলাদেশের মুক্তি যুদ্ধের কিংবদন্তীর মহানায়ক ‘টাইগার সিদ্দিকীর রোমাঞ্চকর অথচ বস্তুনিষ্ঠ কাহিনী এই বইয়ের পাতায় পাতায় বিবৃত।
Tags: মুক্তিযুদ্ধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “স্বাধীনতা ’৭১ - কাদের সিদ্দিকী বীরোত্তম”
একটি মন্তব্য পোস্ট করুন