বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
তোমার ক্ষয়-রাহুল সাংকৃত্যায়ন
বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫ by Usama Yousuf
ভূমিকা
‘তোমার ক্ষয়’- এর মধ্য দিয়ে আমি আমার নিজস্ব কিছু একান্ত ভাবনাকেই ব্যক্ত করেছি। প্রকৃতপক্ষে আমার এই ভাবনা যথাসম্ভব কঠোর শব্দের মাধ্যমেই প্রকাশিত হওয়ার দাবি রাখে। কিন্তু তাৎক্ষণিকভাবে তেমন উপযুক্ত কঠোর শব্দ চয়ন করা কিছু কঠিন ছিল, আর সেই সঙ্গে এ খেয়ালও রাখতে হয়েছে যে শেষ পর্যন্ত বইটিকে পাঠকের দরবারে পৌঁছতে হবে।
বইটি লেখার সময় আমি ছাপড়া জেলে বন্দি ছিলাম এবং বইয়ের কিছু অংশ তৎকালীন ‘জনতা’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
সূচিপত্র
* তোমার সমাজের ক্ষয়
* তোমার ধর্মের ক্ষয়
* তোমার ঈশ্বরের ক্ষয়
* তোমার সদাচারের ক্ষয়
* তোমার জাতপাতের ক্ষয়
* তোমার জোঁকদের ক্ষয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “তোমার ক্ষয়-রাহুল সাংকৃত্যায়ন”
একটি মন্তব্য পোস্ট করুন