শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
Adobe IIlustrator Bangla Tutorial - গ্রাফিক্স ডিজাইন শিখুন বাংলায়
শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ by Usama Yousuf
ভেক্টর আর্ট সহ বিভিন্ন লোগো, ব্যানার, ফেষ্টুন ডিজাইনের জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। ১৯৮৬ সালে ইল্যাস্ট্রেটর প্রথম রিলিজ দেয় এর কোম্পানি এডোবি সিস্টেমস। এডবি ইল্যাস্ট্রেটর মূলত তৈরি করা হয়েছিল Bezier curves নামের গাণিতিক ইকুয়েশানের বক্ররেখা এবং আকৃতির বক্স কম্পিউটারে আঁকার জন্য। বিভিন্ন ধরনের বাঁকানো রেখা এবং লাইন আঁকতে পারবে এমন ধারনায় বিশ্বাসী হয়ে এডোবি তাদের সফটওয়ারের মার্কেটিং ইমেজ হিসেবে বেছে নেয় বিখ্যাত চিত্রশিল্পী Sandro Botticelli এর The Birth of Venus এর Venus নামের প্রতিকৃতিকে। সেই থেকে শুরু এখন পর্যন্ত ভেক্টর আর্টের জন্য অপ্রতিদন্ধী সফটওয়্যার ইল্যাস্ট্রেটর এর অনেকগুলো ভার্সন বের হয়েছে , যার সর্বশেষ ভার্সন ইল্যাস্ট্রেটর সিসি।
কম্পিউটার শিখুন বাংলায়।
Download
Tags: কম্পিউটার সংশ্লিষ্ট বই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “Adobe IIlustrator Bangla Tutorial - গ্রাফিক্স ডিজাইন শিখুন বাংলায়”
একটি মন্তব্য পোস্ট করুন