বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

শারীরতত্ত্ব-সবাই পড়ো - ব. সেরগেইয়েভ

IMG_00011

বড় মজার একটা বই শারীরতত্ত্ব সবাই পড়ো!


ভাবো দেখি, জীবনের চেয়ে জটিল যন্ত্র আর কী আছে? চোখের দেখার ক্ষমতা, ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন নেয়া, পাকস্থলীর হজমের প্রক্রিয়া, হৃদপিণ্ডের রক্তসঞ্চালনের মধ্য দিয়ে সারা দেহে পুষ্টি পৌঁছে দেয়া, নানারকম তরঙ্গকে কানের মধ্য দিয়ে শব্দে পরিণত করা, আর মস্তিষ্ক কর্তৃক গোটা দেহযন্ত্রের অযুত-নিযুত সঙ্কেতের ব্যবস্থাপনার বিষয়গুলি অনেকটা তো আমরা জানি-ই। কিন্তু এই সাধারণ বিষয়গুলির মাঝেই কত শত রোমহর্ষক হাণ্ড-কারখানা ঘটে চলেছে, তার কিছুটা ইয়াত্তা তোমরা এ-বইয়ে পাবে। শুধু কি তাই? প্রাণীতে প্রাণীতে রয়েছে কত রকম বৈচিত্র্য, এক দখোর কাজটাতেই মানুষ আর কুমির কতো তফাত!


ভালুকের মত প্রাণীর যে মৌমাছির দুর্ভেদ্য দুর্গে আক্রমণের সাহস করে খুব কমই, সেখানে কী করে স্ফিংস নামের পতঙ্গটি মৌচাকের সান্ত্রী-সেপাইদের গান শুনিয়ে রীতিমতো ঘুম পাড়িয়ে রেখে দিব্যি মধু খেয়ে ঢোল হয়ে বেড়িয়ে আসে, কুমিরের কান্না প্রাণীটিকে কিভাবে বাড়তি লবণ বরে করতে সাহায্য করে, বিবর্তনের ধারায় অসম্পূর্ণ শ্বাসযন্ত্রের অধিকারী ল্যাবিরিন্থ মাছ কী করে বাতাস থেকে নিঃশ্বাস নেয়, কেন আর কিভাবে কিছু কিছু প্রাণী আলো উৎপাদন করে, শরীরে লণ্ঠন জ্বালায় এমনি সব অদ্ভুত আর রোমাঞ্চকর চিন্তার খোরাক পাওয়া যাবে এ-বইয়ে।


দেখার চোখ থাকলেই এককোষী অ্যামিবা থেকে শুরু করে অতিকায় নীল তিমি—সবার মাঝেই প্রকৃতির সেই বিচিত্র বিকাশকে খুঁজে পাবে। বইটির সবচে’ আকর্ষণীয় দিক হচ্ছে ইতিহাস আর ধ্রুপদী সাহিত্য থেকে অজস্র সম্পর্কিত উদাহরণ আর রূপকল্প।


বারবার পড়ার মতো, আর চারদিকের প্রকৃতির সাথে তা মিলিয়ে নেবার মতো একটা বই শারীরতত্ত্ব সবাই পড়ো।


সূচিপত্র
* জল : ব্যক্তিগত মহাসমুদ্র
* যে পদার্থের কাছে আমাদের পৃথিবী তার অস্তিত্বের জন্য ঋণী
* জীবন্ত জল
* মৃত জল
* তোমার বা আমার ওজন কত?
* কুমিরের অশ্রু
* মাছেরা কি জল খায়
* বাতাস নিংড়ে শুকিয়ে ফেলা যায় কি?
* জলের কারখানা
* গঠনের মালমসলা
* লুকুলাস-এর বাহাদুরি
* বুকে হাঁটা দাঁত
* হাজার বছরের পুরানো রহস্যের সমাধান
* গরুরা কি খায়?
* ডেকচি আছে অনেক প্রকারের
* খাদ্য শিল্প
* প্রাকৃতিক স্বাস্থ্যভাণ্ডার
* বায়ু সঞ্চালন
* একটি প্রাণদাত্রী মৌল
* সরবরাহ দপ্তর
* ডুবুরির পোশাক ও কৃত্রিম ফুসফুস
* অক্সজেনের সন্ধানে
* খাঁকরি আর পাষাণ
* শত শত কোটি পরিবাহক
* যা ক্লান্ত হয় না
* তরঙ্গ
* জলবিজ্ঞান
* জ্বালানি কাঠ কোথায় পাওয়া যায় বলতো?
* আগুনের পাখি
* ঠিক যেন রূপকথা
* রহস্যের সমাধান
* জীবন লণ্ঠন
* আগুনে-পাখি, মানুষের কাজে
* জান্তব তড়িৎ
* গোড়ার কথা
* তড়িৎপরিবাহী তার আর স্নায়ু
* জলের নিচের শক্তিকেন্দ্র
* নির্ণায়ক আর স্পন্দনলেখ
* তথ্য ব্যবস্থা
* সর্বার্থসাধক স্নায়ুশীর্ষ
* কোথা থেকে এলো এসব?
* তৃতীয় নয়ন
* আলোকের অত্যাশ্চর্য জগৎ
* ফিসফিসকারী গ্রহ
* ব্যক্তিগত রেফ্রিজারেটর
* একটি অত্যাশ্চর্য গ্রন্থি
* মস্তিষ্কের জটলাগুলোর কার্যাদি
* বিলম্ব মানেই মৃত্যু
* ফ্রেনচম্যান বলতে কেনই বা কেউ পাগল
* বৈজ্ঞানিকদের সন্দেহ আর জল্পনা
* সাহসী প্রতারক
* মন খারাপ?
* জাতিভেদ সমস্যা
* সারস ও বাঁধাকপি
* সর্বদা দুটো কে চাই?
* বিবাহ এবং পরিবার
* উৎস দুটি
* প্রণয়কাতর সালমেসিস-এর প্রার্থনা
* অপাপবিদ্ধ গর্ভসঞ্চার
* একটা ডিম থেকে কটা মুরগির বাচ্চা হয়?


ডাউনলোড


Tags: ,

0 Responses to “শারীরতত্ত্ব-সবাই পড়ো - ব. সেরগেইয়েভ”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks