ভাষার লড়াই বাঁচার লড়াই - আতিউর রহমান (নওরোজ কিতাবিস্তান)
শুক্রবার, ১৯ জুন, ২০১৫ by Usama Yousuf

বাঙালির জীবনে বায়ান্নর ভাষা আন্দোলন এক কালজয়ী ঘটনা। ভাষার জন্যে প্রাণ দিয়ে পূর্ব বাংলার মানুষ আসলে একটি ধর্মনিরপেক্ষ স্বদেশ-চিন্তার যুক্তিগ্রাহ্য পটভূমি তৈরি করে। সেই পটভূমিতেই দাঁড়িয়ে যায় বাঙালির স্বাধিকারের আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনে সাধারণ মানুষও অংশ গ্রহণ করেছিলেন। তাদের চাওয়া পাওয়ার আদলে তাই স্বদেশের উন্নয়ন পরিকল্পনা তৈরি হবে সে প্রত্যাশা বাঙালি মাত্রই করতে পারেন। সেই প্রত্যাশা ছিল বলেই বাঙালি মুক্তিযুদ্ধে এমন বিপুলহারে অংশ নিয়েছিল।
কিন্তু ভাষা আন্দোলনের সেই অন্তর্নিহিত চেতনাকে কি আমরা স্বদেশের উন্নয়ন ভাবনায় যুক্ত করতে পেরেছি? পরদেশী উন্নয়ন চিন্তাই কি এখনও আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টার মূলে নয়?
ডাউনলোড করুন
Tags:
ইতিহাস ,
প্রবন্ধ ,
মুক্তিযুদ্ধ
0 Responses to “ভাষার লড়াই বাঁচার লড়াই - আতিউর রহমান (নওরোজ কিতাবিস্তান)”
একটি মন্তব্য পোস্ট করুন