শুক্রবার, ১৯ জুন, ২০১৫
গেরিলা থেকে সন্মুখ যুদ্ধে (উভয় খন্ড একত্রে) - মাহবুব আলম
শুক্রবার, ১৯ জুন, ২০১৫ by Usama Yousuf

মূলতঃ স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের একজন গেরিলা যোদ্ধার ডায়েরী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার মাহবুব আলমের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখা।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তারিখের ঘটনা দিয়ে বইটি শুরু হয়েছে এবং তারপরই চলে এসেছে ১৬ ডিসেম্বরের কথা আর এরপর ধারাবাহিকভাবে এসেছে লেখকের যুদ্ধে যাবার ও বিভিন্ন অপারেশনে আংশ নেয়া ও অন্যান্য কথা।
এতে মূলত চাউলহাটি ইউনিট বেসের মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন জীবন এবং অপারেশনের বর্ণনা বিধৃত হয়েছে।
লেখক মাহবুব আলম ছিলেন এই ইউনিটের একজন সফল কমান্ডার।
বইটি দুই খণ্ডে সমাপ্ত হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার মাহবুব আলমের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখা।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তারিখের ঘটনা দিয়ে বইটি শুরু হয়েছে এবং তারপরই চলে এসেছে ১৬ ডিসেম্বরের কথা আর এরপর ধারাবাহিকভাবে এসেছে লেখকের যুদ্ধে যাবার ও বিভিন্ন অপারেশনে আংশ নেয়া ও অন্যান্য কথা।
এতে মূলত চাউলহাটি ইউনিট বেসের মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন জীবন এবং অপারেশনের বর্ণনা বিধৃত হয়েছে।
লেখক মাহবুব আলম ছিলেন এই ইউনিটের একজন সফল কমান্ডার।
বইটি দুই খণ্ডে সমাপ্ত হয়েছে।
Tags: ইতিহাস , মুক্তিযুদ্ধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “গেরিলা থেকে সন্মুখ যুদ্ধে (উভয় খন্ড একত্রে) - মাহবুব আলম”
একটি মন্তব্য পোস্ট করুন