বুধবার, ২০ মে, ২০১৫

গালিভারের ভ্রমনবৃত্তান্ত - জনাথন সুইফট (অনুবাদে - লীলা মজুমদার)

untitled

১৭২৬ সালে লেখা গালিভারস ট্রাভেলস এখনো সমান পাঠকপ্রিয়। একটি উপন্যাসই তাঁকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে। গালিভারস ট্রাভেলস ছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে এ মডেস্ট প্রোপোজাল, এ টেল অব এ টাব, ড্রাপিয়ার’স লেটারস অন্যতম।

এই গল্পের প্রধান চরিত্র কিন্তু লেখক নিজেই।একটি জাহাজে ডাক্তার হিসাবে কর্মরত। হঠাৎ ঝড়ের কারনে জাহাজটি ডুবে যায় এবং লেখক নিজেকে সেপে দেন ভাগ্যের হাতে। ভাসতে ভাসতে একসময় নিজেকে আবিষ্কার করেন ডাঙ্গায়। ক্লান্তিতে ঘুমিয়ে পরেন সেখানেই।ঘুম ভাঙ্গার পর নিজেকে দেখতে পান বন্দি মানে হাত পা সব বাধা।তিনি বন্দি হয়েছেন ছয় ইঞ্চি আকৃতির কিছু মানুষের হাতে। তিনি ভাবলেন মতিভ্রম হয়েছে তার। কিন্তু অবিশ্বাস্য ভাবে তিনি দেখতে পেলেন ক্ষুদে কিছু মানুষ অকৃতির প্রাণি সত্যি সত্যি তার শরীরের উপর হাটাঁহাটি করছে।মানুষগুলো তার আঙ্গুলের চেয়ে বড় হবে না। ক্ষুদে মানুষগুলো বন্দি অবস্থায় খুব দক্ষতার সাথে তাকে বহন করে নিয়ে গেল মূল নগরিতে,সম্রাটের সামনে। সম্রাট,রাজপরিবারের সদস্য এবং নগরবাসি অপার আগ্রহে তাকে দেখতে লাগলো। লেখকের বন্দি জীবন শুরু হল লিলিপুটদের রাজ্যে।সপ্তাহ তিনের মধ্যে লিলিপুটদের  ভাষা কাজ চালানোর মত শিখতে পারলেন । সম্রাটের সাথেও মোটামুটি খাতির হয়ে গেছে।সম্রাট তার জন্য ভাষা শিখা এবং কাপড়ের ব্যবস্থা করে দিলেন।এক সময় কিছু শর্তের মাধ্যমে জোনাথন সুইফটকে শিকল মুক্ত করে পুরোপুরি মুক্তি দেন সম্রাট। রাষ্ট্রের কিছু কাজে লেখকর শক্তি ব্যবহার করা হয়। জোনাথন সুইফটকে সম্রাট জানান তার দেশ অন্য একটি দেশ দারা অক্রান্ত হতে পারে যে কোন সময়। আক্রান্ত হলে লেখকের সাহায্য চান সম্রাট। জোনাথন সুইফট সম্রাটকে কথা দেন প্রানপন করবেন।এভাবেই তার বেশ কয়েকটি বছর কেটে যায়। লিলিপুটদের সাহায্য নিয়ে জোনাথন সুইফট তৈরি করেন ছোট কিন্তু মজবুদ একটি নৌকা। বিদায়ের সময় সম্রাট,রাজপরিবারের সদস্য এবং নগরবাসি সবাই একসাথে তাকে বিদায় জানাতে আসে। ছোট নৌকাটি নিয়ে জোনাথন সুইফট ভেসে পরেন সাগরে। একটি জাহাজ তকে উদ্ধর করে এবং লেখক বাড়ি পৌছাতে পারেন তাদর সাহায্যে।কিন্তু দুমাসের বেশি বসে থাকতে পারেননি লেখক। কাহিনীর দ্বিতীয় ভাগেও ঝড়ের কবলে পরে জোনাথন সুইফটের জাহাজ। জন-মানবহিন একটি দ্বিপে ফেঁসে যান লেখক। কিন্ত এবারর কাহিনী উল্টো। লেখক নিজে লিলিপুট এই দ্বিপে।

বইটি ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রথম প্রকাশিত হয়। ১৭৩৫ সালে বইটির সংস্করণ করা হয়। এই উপন্যাসে সুইফট মানব চরিত্রকে ব্যঙ্গ করেছেন এবং সাহিত্যের প্রচলিত ভ্রমণবৃত্তান্ত ধারাটির প্যারোডি করেছেন। গালিভার'স ট্রাভেলস সুইফটের সবচেয়ে বিখ্যাত রচনা। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে একাধিক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছিল।

download

Tags: , ,

0 Responses to “গালিভারের ভ্রমনবৃত্তান্ত - জনাথন সুইফট (অনুবাদে - লীলা মজুমদার)”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks