বুধবার, ৬ মে, ২০১৫

বাবর (অখণ্ড সংস্করণ) - পিরিমকুল কাদিরভ

পিরিমকুলের বাবর (অখন্ড)


Babor

ছোট্ট একটুকরা রাজ্য ফারগানা।

এ রাজ্যের শাসক অমর শেখ মির্জা। তার সন্তান জহিরুদ্দিন মুহম্মদ বাবর।

ধৈর্য্যশীল, শাহসী, সৃজনশীল, দয়ালু এবং মননশীল বাবর নানা চড়াইউতরাই পেরিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ আসন করে নিয়েছিলেন আপন প্রচেষ্টায়।

ক্ষুদ্রশাসক পিতার সন্তান হিসেবে কল্পনাতীত বৃহত সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন তিনি। তার পরবর্তী বংশধর কয়েকশত বছর ধরে শাসন করেছিল বিশাল এক সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের নাম মুঘল সাম্রাজ্য।

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর যুদ্ধে ছিলেন দুর্দান্ত, প্রার্থনায় ছিলেন ধ্যানী, সন্তানের কাছে ছিলেন আদর্শ পিতা, প্রজাদের কাছে ছিলেন ন্যায়পরায়ন শাসক, এবং কাব্য রচনা ও সাহিত্য সৃষ্টিতে ছিলেন সে যুগের শ্রেষ্ঠ ব্যাক্তিত্ব। ইতিহাসের এই মহানায়ককে নিয়ে পিরিমকুল সৃষ্টি করেছেন এক অনবদ্য উপন্যাস।

দুখন্ডে রচিত এ উপন্যাসটি পড়তে আরম্ভ করলে ঘটনার ধারাবাহিকতা, ভাষার গতিময়তা এবং চরিত্র চিত্রনের যথার্থ বর্ণনা-সৌকর্যের গুনে পাঠক বইটি শেষ না হওয়া পর্যন্ত এ বইয়ের পৃষ্ঠা থেকে চোখ সরাবেন না - এটা স্পষ্ট করে বলা যায়।

ডাউনলোড করুন অনবদ্য এই উপন্যাসটি

Tags: , ,

0 Responses to “বাবর (অখণ্ড সংস্করণ) - পিরিমকুল কাদিরভ”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks