বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস - ক্যারেন আর্মস্ট্রং (অনুবাদ-শওকত হোসেন)
ইসলাম বিশ্ব মানবতার ধর্ম। শেষ নবী মুহাম্মাদ(স) কর্তৃক প্রচারিত ৩টি একেশ্বর বাদি ধর্মের মধ্যে অন্যতম ও শেষ ধর্ম। তবুও সূচনা লগ্ন থেকেই কোন ধর্ম কে হয়ত এত সমালোচনা ও ভুল বিশ্বাস এর ভিতর দিয়ে যেতে হয় নি,যা ইসলাম কে যেতে হয়েছে। বিশেষ করে পশ্চিমা খ্রিস্টান যারা ইসলাম কে কাছ থেকে দেখে নি,তারাই ভুল বিশ্বাস দ্বারা বেশি আক্রান্ত। কারেন আর্মস্ট্রং একজন ব্রিটিশ লেখিকা যিনি সমসাময়িক ধর্মের উপর একজন বিশেষজ্ঞ এবং সবথেকে বিখ্যাত একেশ্বর বাদি লেখিকা। তিনি প্রচুর পড়া লেখার মাধ্যমেই ৩ টি একেশ্বর বাদি ধর্ম সম্পর্কে উপলব্ধি করেছেন এবং তার লেখনি তে তুলে ধরেছেন। তার ইসলাম ধর্ম সম্পর্কিত বই ইসলামঃ সংক্ষিপ্ত ইতিহাস বই তে তিনি তার উপলব্ধি এবং ইসলাম সম্পর্কিত ধারনা এবং ইসলাম এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন যা হাজার বছরের ইসলাম সম্পর্কিত পশ্চিমা ভুল ধারনা কে পরিবর্তন করতে সয়াহতা করবে। পশ্চিমা ভুল ধারণার মধ্যে অন্যতম ছিল নবী মুহাম্মদ(স) সম্পর্কে মিথ্যা ও অসার ধারনা করা,তাকে ইতিহাস এর খলনায়ক বানানোর প্রয়াস যা আই বর্তমান কালেও দেখা জায়, মুসলিম ও ইসলাম শম্পরকে,রাসুল এর জীবন সম্পর্কে কারেন খুব সুন্দর ও গোছাল ভাবে আলোচনা করেছেন যা যে কোন অমুসলিম ত বটেই একজন মুসলিম কেও সাহায্য করবে ইসলাম এর ইতিহাস সম্পর্কে জানতে। অন্যান্য অমুসলিম লেখক এর মতই কারেন আর্মস্ট্রং ইসলাম সম্পর্কে কিছু ভুল ধারনা লিপিবদ্ধ করেছেন, নবীর জীবন ও ইসলাম এর মুল দর্শন, ওহী নাজিল হওয়া সম্পর্কে কারেন এর কিছু ভুল ধারনা বই টি তে লিপিবদ্ধ হয়েছে । তবুও নবীর আগমন থেকে সাম্প্রতিক কালের ইসলামিক মৌলবাদ এর ইতিহাস এবং বর্তমান ইসলাম এর রুপ রেখা ও আমেরিকান ট্রেড সেন্টার এ মুসলিম জঙ্গিদের আক্রমন ও তৎপরবর্তী ঘটনা প্রবাহ সুন্দর ভাবে লিপিবদ্ধ করেছেন তার বই তে যা ইসলাম সম্পর্কে একটি ধারনা সৃষ্টি তে সক্ষম।
0 Responses to “ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস - ক্যারেন আর্মস্ট্রং (অনুবাদ-শওকত হোসেন)”
একটি মন্তব্য পোস্ট করুন