বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
বুদ্ধ - ক্যারেন আর্মস্ট্রং (অনুবাদ শওকত হোসেন)
ক্যারেন আর্মস্ট্রং রোমান ক্যাথলিক নান হিসাবে সাত বছর অতিবাহিত করে ১৯৬৬ সালে বৃত্তি ত্যাগ করার পর অক্সফোর্ড ইউনির্ভাসিটি হতে ডিগ্রি গ্রহণ করেন এবং আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষাদান করেন। বর্তমানে তিনি ধর্মীয় বিষয়ে প্রধানতম ব্রিটিশ ব্যাখ্যাদাতায় পরিণত হয়েচেন। লিও বায়েক কলেজে জুদাইজম গবেষণার পাঠ এবং র্যাবাই ও শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। আর্মস্ট্রং অ্যাসোসিয়েশন অভ মুসলিম সোশ্যাল সায়েন্স-এর একজন সম্মানিত সদস্য । তাঁ প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : মুহাম্মদ : আ বায়োগ্রাফি অভ দ্যা প্রফেট, ইসলাম : আ শর্ট হিস্ট্রি, থ্রু দ্য ন্যারো গেইট, ইন দ্য বিগিনিং অভ দ্য ওয়ার্ল্ড, দ্য গম্পেল অ্যাকোর্ডিং টু উওম্যান, হলি ওঅর, ব্যাটল ফর গড, বুদ্ধ, আ শর্ট হিস্ট্রি অভ মিথ, আ কেস ফর দ্য গড ইত্যাদি।
সূচিপত্র *
সূচনা *
গৃহত্যাগ *
অন্বেষণ *
আলোকন *
ধম্ম *
ব্রত *
পরিনিব্বানা *
তথ্যসূত্র *
নির্ঘন্ট
Tags: অনুবাদ গ্রন্থ , ক্যারেন আর্মস্ট্রং , ধর্মতত্ব
0 Responses to “বুদ্ধ - ক্যারেন আর্মস্ট্রং (অনুবাদ শওকত হোসেন)”
একটি মন্তব্য পোস্ট করুন