বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

bipanna-jahajer-ek-nabiker-golpo-gabrial-garcia-marquez

বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (স্পেনীয় ভাষায় তাঁর পূর্ণ নাম Gabriel José de la Concordia García Márquez গাব্রিয়েল্‌ খ়োসে দে লা কোঙ্কোর্দিয়া গার্সিয়া মার্কেস্‌, জন্ম মার্চ ৬, ১৯২৭, আরাকাতাকা, মাগদালেনা), যিনি গাবো নামেও পরিচিত, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও সক্রিয় রাজনীতিবিদ। তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষ পরিচিত। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপে। বর্তমানে তিনি মূলত মেক্সিকো সিটিতে বসবাস করেন। মার্কেস ১৯৫০ সালে আইন পড়া বন্ধ করে এল এস্পেক্তাদোর সংবাদপত্রে সাংবাদিকতা শুরু করেন। তাঁর প্রথম ছোটগল্প লা তের্সেরা রেসিগ্নাসিওন‌ এল এসপেক্তাদোর পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যবিশারদদের মতে তিনি হোর্হে লুইস বোর্হেস (Jorge Luis Borges) এবং হুলিও কোর্তাসারের (Julio Cortázar) সাথে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান গ্রন্থকার।

ডাউনলোড করুন 

Tags: , ,

0 Responses to “বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks