বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
পরিচিতি ও হিংসা - অমর্ত্য সেন
ঐকান্তিক মনোভাব দিয়ে পৃথিবীর প্রায় সকলকেই ভুল বোঝা যায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজদের অনেক সমষ্টির অন্তর্ভুক্ত বলে মনে করি- আমরা প্রত্যেকটিরই সদস্য। কোনও বিরোধ ছাড়াই একই ব্যক্তি হতে পারেন আফ্রিকান বংশের ক্যারিবিয়ান মার্কিন নাগরিক, খ্রিস্টীয়, উদারনৈতিক, নারী, নিরামিষাশী, দূরপাল্লার দৌড়বাজ, ঐতিহাসিক, স্কুলের শিক্ষক, ঔপন্যাসিক, নারীবাদী, অসমকামী, সমকামী, পুরুষ ও নারীর অধিকারে বিশ্বাসী, নাট্যপ্রেমী, পরিবেশরক্ষার কর্মী, টেনিসের ভক্ত, জ্যাজ সংগীতকার, যিনি একই সঙ্গে গভীরভাবে বিশ্বাস করেন যে মহাশূন্যে বুদ্ধিমান প্রাণী আছে,যাদের সঙ্গে বাক্যালাপ করা জরুরি (এবং সেই কথোপকথন ইংরেজিতে হলেই ভালো)। একই ব্যক্তি একই সময়ে সমষ্টিগুলির প্রত্যেকটির অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটিই তাঁকে একই বিশিষ্ট পরিচয় দেয়। এর মধ্যে কোনটিই তাঁর একমাত্র পরিচয় বা একক সদস্যভুক্তির বর্গ বলে ধরা যাবে না। আমাদের অনিবার্যভাবে বহুমাত্রিক পরিচিতির ফলে যে কোনও বিশেষ প্রসঙ্গে আমাদের বিভিন্ন অনুষঙ্গ ও বন্ধনগুলির তুলনামূলক গুরুত্ব সম্বন্ধে সিদ্ধান্ত আসতেই হবে।
ডাউনলোড করুন
0 Responses to “পরিচিতি ও হিংসা - অমর্ত্য সেন”
একটি মন্তব্য পোস্ট করুন