মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

ভারত সন্ধানে - জওহরলাল নেহরু

bharat-shandhane-jawaharlal-nehruভারত সন্ধানে - জওহরলাল নেহরু জওহরলাল নেহরু তাঁর ‘ভারত সন্ধানে’ বইয়ের ৩২৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ‘‘কর্মপটুতার একটা সুনাম ছিল সিভিল সার্ভিসের, এই সুনামের অনেকটাই অবশ্য নিজেদেরই রটনা। কিন্তু স্পষ্টই দেখা গেল, নিজেদের অভ্যস্ত কর্তব্যের সঙ্কীর্ণ সীমার বাইরে তাদের কোনোই যোগ্যতা নেই। সর্বসাধারণকে তারা ভয় করেছে, অবজ্ঞাও করেছে, এদের সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারে নি, গণতন্ত্রসম্মত বিধিতে কাজ করবার শিক্ষাই তাদের হয় নি; দ্রুত সামাজিক উন্নতিবিধানের জন্য বিরাট কোনো পরিকল্পনা সম্বন্ধে তাদের ধারণামাত্রই নেই- নিজেদের কল্পনাশক্তির অভাব ও আপিসী কেতা দ্বারা তারা পারে কেবল বাধা সৃষ্টি করতে। বিশেষ কয়েকজনের কথা বাদ দিলে, ব্রিটিশ ও ভারতীয় উভয়শ্রেণির উচ্চকর্মচারীদের সকলের সম্বন্ধেই একথা প্রযোজ্য। তাদের সামনে যে নুতন কর্তব্যভার উপস্থিত তা পালন করতে তাঁরা যে কতদূর অযোগ্য তা দেখলে আশ্চর্য হতে হয়।’’।


ডাউনলোড করুন বইটি

Tags: , ,

0 Responses to “ভারত সন্ধানে - জওহরলাল নেহরু”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks