মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

আদিগন্ত (The Big Sky) মূলঃ এ. বি. গুথরী (পুলিৎজার প্রাপ্ত বই)

page001 (5)আমেরিকার সুবিশাল সীমান্তে দুঃসাহসিক অভিযানের ওপর লেখা এ. বি. গুথরী'র মহাকাব্যধর্মী উপন্যাস-সমূহের প্রথম সংযোজন 'দি বিগ স্কাই' --- যার অন্য নাম 'আদিগন্ত' । এই কাহিনী সেই ভূমির মতোই আপন মহিমায় গরীয়ান যার মাটি থেকে গল্পের প্রাণরস এবং উপজীব্য আহরণ করেছেন লেখক। কেন্ট্যাকী থেকে পশ্চিমে ক্রমবিস্তৃত হয়ে মিসৌরি নদীর উজান ছুঁয়ে এই ভূমি এসে মিলিত হয়েছে রেড ইন্ডিয়ানদের দেশে। গুথরী'র অবিস্মরণীয় নায়ক বুন কভিল উপন্যাসটির মুখ্য চরিত্র। বুন এক খাঁটি পর্বতচারী যাযাবর যাকে জড়িয়ে নিয়ে বেড়িয়েছে জীবনের অদম্য ক্ষুধা, নীল আকাশ আর দূরাস্তৃত অরণ্য-প্রান্তসমূহের তামাটে মাটির দুর্নিবার আকর্ষণ। কুড়িতে পা দেয়াড় আগেই এই ঘর-ছাড়া, দুর্ধর্ষ শ্বেতাং বনয় যুবকটি পরিণত হলো কিংবদন্তীর নায়কে। কেবলমাত্র একটি নারীর পক্ষেই সম্ভব ছিল এমন এক দুর্দমনীয় জীবন-তরঙ্গকে ভালোবাসায় অভিষিক্ত করা। ব্ল্যাকফুট-রেডইন্ডিয়ান উপজাতি উপজাতি সর্দারের রূপসী কন্যা হংসী বুনের এই প্রেমিকা রমণী। দুই মানব-মানবীর অনির্বার প্রেমকে কথাশিল্পী গুথরী মহিমান্বিত করেছেন কলমের ঐন্দ্রজালিকতায়। কাহিনীর তন্তু বিস্তার করতে গিয়ে তিনি স্বর্ণালি ঔজ্জ্বল্যে মণ্ডিত করেছেন পশ্চিমের পার্বত্য-দেশের বিশালতাকে, তার আরণ্যকতা, স্বাধীনতা এবং দুর্ধর্ষ স্বপ্নটিকে।

ডাউনলোড করুন বইটি

Tags: ,

0 Responses to “আদিগন্ত (The Big Sky) মূলঃ এ. বি. গুথরী (পুলিৎজার প্রাপ্ত বই)”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks