মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
দুই খন্ডে সমাপ্ত জহির রায়হান রচনাবলী
জহির রায়হান রচনাবলীর প্রথম খণ্ডে জহির রায়হানের লেখা অসাধারণ চারটি উপন্যাস স্থান পেয়েছে। উপন্যাসগুলো হল ‘শেষ বিকেলের মেয়ে’, ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’ এবং ‘বরফ গলা নদী’। এই চারটি উপন্যাসের প্রত্যেকটিই অত্যন্ত শক্তিশালী এবং স্ব-মহিমায় বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান পাবার মত। এই উপন্যাসগুলো পড়ার সময় পাঠক আরও একবার জহির রায়হানের লেখনীর স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবেন।
জহির রায়হানের লেখার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল ছোট ছোট বাক্যের ব্যবহার। অল্প শব্দে খুব জোরালো বাক্য তৈরি করার ক্ষমতা লেখক রাখেন। এবং অল্প শব্দে তৈরি হওয়া এই বাক্যগুলোর ভাব প্রকাশ করার ক্ষমতা যেন সাধারণ বাক্যের চেয়েও কয়েকগুণ বেশি হয়। পাঠক এই চারটি উপন্যাস পড়ার সময়ও এই ধরনের বাক্যের ব্যবহার প্রচুর পরিমাণে পাবেন।
অস্বাভাবিক প্রতিভার অধিকারী ক্ষণজন্মা লেখক জহির রায়হান রচিত এই অসামান্য চারটি উপন্যাস বাংলা সাহিত্যে আগ্রহী সব পাঠকের জন্যেই অবশ্যপাঠ্য।
জহির রায়হান রচনাবলীর দ্বিতীয় খণ্ডে জহির রায়হানের লেখা তিনটি অসাধারণ উপন্যাস ‘আর কত দিন’, ‘তৃষ্ণা’, ‘কয়েকটি মৃত্যু’ স্থান পেয়েছে। এছাড়া এই গ্রন্থে জহির রায়হানের লেখা সব ছোটগল্পের সংকলন গল্পসমগ্রও স্থান পেয়েছে। গল্পসমগ্রে সর্বমোট ১৯ টি ছোটগল্প আছে। জহির রায়হানের লেখা উপরোক্ত তিনটি উপন্যাস এবং ছোটগল্পগুলোর প্রত্যেকটিই পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবার মতন। জহির রায়হানের লেখনীর শক্তিমত্তা সম্পর্কে পাঠক আরও একবার ধারণা পাবেন এই বইয়ে।
প্রথম খন্ড ডাউনলোড করুন
দ্বিতীয় খন্ড ডাউনলোড করুন
0 Responses to “দুই খন্ডে সমাপ্ত জহির রায়হান রচনাবলী”
একটি মন্তব্য পোস্ট করুন