মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
অন্তরঙ্গ ইলিয়াস - মিহির সেনগুপ্ত
মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫ by Usama Yousuf
আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে ভিড় করে আছে পোড়খাওয়া রক্তমাংসের মানুষ—যারা হূদয়ের গহিনলোকে অবগাহন করার কথা কখনো ভাবেনি। আটপৌরে প্রয়োজন আর দেহের নগদ প্রাপ্তিতে তাঁর গল্পের মানুষেরা সন্তুষ্ট। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে আমাদের পরিচিত চেনাজানা শিল্পের জগিট প্রায় অনুপস্থিত। কথাটি এই অর্থে আমরা গ্রহণ করছি যে, বর্ণাঢ্য কল্পনার মায়াস্বর কিংবা মায়াবী রংটি তাঁর গল্পে আদৌ লাগেনি। শিল্পমাত্রই কল্পনার প্রসূন বলে আমরা মেনে নিই, কিন্তু ইলিয়াসের গল্পে বানানো কল্পনা দিয়ে জীবনের ছক আঁকার দরকার হয়নি। জীবন এখানে রোমান্টিক গোধূলিবেলার মায়া নয়।
মিহির সেনগুপ্তের দেখা আখতারুজ্জামান ইলিয়াসের স্মৃতিকথা...
Tags: আত্নজীবনী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “অন্তরঙ্গ ইলিয়াস - মিহির সেনগুপ্ত”
একটি মন্তব্য পোস্ট করুন