বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
রাস্তাফারাই, রেগে ও বব মার্লি - কাজী মুনতাসির বিল্লাহ
দাসপ্রথার নির্মমতা থেকে আইনগতভাবে মুক্ত হবার পরও দাসত্বের ধারাবাহিকতা থেকে একদিকে যেমন মুক্ত হননি কৃষ্ণকায় দাসেরা, শেকড়হীনতার বেদনাও তাড়া করে ফিরতে থাকলো তাদের একই সাথে। দাসত্ব-মুক্তি একদিকে নতুন নতুন সীমা খুলে দিলো তাদের সামনে, অপরদিকে খুলে যাওয়া সড়কগুলোতে হাঁটতে গিয়েই সাবেক দাসরা টের পেলেন কতভাবে তুচ্ছ আর মর্যাদাহীন, ক্ষমতাহীন করে রাখা হয়েছে তাদের। সাবেক দাসরাও অনাত্মীয় এই জগৎকে প্রত্যাখ্যান করতে দ্বিধা করেননি, শ্বেতাঙ্গ আর বণিক শাসিত রাজ্যকে ছেড়ে ‘স্বভূমি’ ফেরার যে ধর্মীয় সংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনগুলো গড়ে উঠল, তাদেরই একটি রাস্তাফারাই; কিংবদন্তীতুল্য ‘রাস্তা’-দের একজন বব মার্লি।
তারকা পরিচয়ের আড়ালের বব মার্লি আর রেগে শিল্পীদের লড়াকু, নয়াউপনিবেশ বিরোধী সংগ্রামের ইতিহাস আর সমাজতত্ত্ব রাস্তাফারাই, রেগে ও বব মার্লি গ্রন্থটির বিষয়বস্তু। বব মার্লির সঙ্গীতশিল্পী হয়ে ওঠা, রাস্তাফারাই আন্দোলনের সাথে তার সংযুক্তি, এবং সেই সাথে রাস্তাফারাই আন্দোলন সম্পর্কে একটা বিশদ ধারণা এই গ্রন্থটিতে প্রদান করা হয়েছে।
Tags: আত্নজীবনী , কাজী মুনতাসির বিল্লাহ , সমাজবিজ্ঞান
0 Responses to “রাস্তাফারাই, রেগে ও বব মার্লি - কাজী মুনতাসির বিল্লাহ”
একটি মন্তব্য পোস্ট করুন