মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

রশীদ করীম উপন্যাস সমগ্র

RKফ্ল্যাপে লেখা কথা
জন্ম: কলকাতা, ১৪ আগস্ট ১৯২৫।
শিক্ষা: সেন্ট জেভিয়ার্স কলেজ ও ইসলামিয়া কলেজ কলকাতা।
পেশা: চাকুরি। জেনারেল ম্যানেজার (অবসরপ্রাপ্ত), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: উত্তম পুরুষ;আমার যত গ্লানি; প্রসন্ন পাষাণ; প্রেম একটি লাল গোলাপ; সাধারণ লোকের কাহিনী; একালের রূপকথা; শ্যামা: বড়ই নিসঙ্গ; মায়ের কাছে যাচ্ছি;চিনি না; পদতলে রক্ত;লাঞ্চ বক্স।
গল্প: প্রথম প্রেম।
প্রবন্ধ: আর এক দৃষ্টিকোণ; অতীত হয় নূতন পুনরায়; মনের গহনে তোমার মুরতিখানি।
স্মৃতিকথা: জীবন-মরণ।
পুরস্কার: আদমজী পুরস্কার (১৯৬১) ;বাংলা একাডেমী পুরস্কার (১৯৭২); একুশে পদক (১৯৮৪); লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১); জনকন্ঠ গুনীজন সম্মানন (২০০১); কাজী মাহবুবউল্লাহ জেবুন্নেসা ট্রাস্ট পুরস্কার( ২০০২) । ১৯৪২ থেকে ১৯৪৫ সালে পর্যন্ত তিনি সওগাত,মোহম্মদী,পূর্বাশা, নবযুগ, মিল্লাত প্রভৃতি পত্রিকায় গল্প লিখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এই সময় তিনি অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্র থেকে নিয়মিত গল্প ও কথিকা প্রচার করতেন। ১৯৪৫ সালের দিকে এসে লেখালেখি ছেড়ে দেন এবং ১৯৬১ সালে পুনরায় শুরু করেন। প্রথম উপন্যাস ‘উত্তম পুরুষ’ লিখেই আদমজী পুরস্কর লাখ করেন। ‘স্বাধীনতা-পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে অবলম্বন করে আমার যত গ্লানি’ (১৯৭৩) উপন্যাস রচনা করেন। লিখেছেন অনেক তাৎপর্যময় প্রবন্ধ এবং স্মরণীয় গুটিকয় গল্প। ১৯৯২ সাল থেকে অসুস্থ হয়ে গৃহবন্দি জীবনযাপন করেছেন। আবার রুদ্ধ হয়ে গেছে তাঁর ক্ষুরধার কলম।

সূচিপত্র
* উত্তম পুরুষ
* প্রসন্ন পাষণ
* আমার যত গ্লানি
* প্রেম একটি লাল গোলাপ
* সাধারণ লোকের কাহিনী
* একালের রূপকথা
* শ্যামা
* বড়ই নিসঙ্গ
* মায়ের কাছে যাচ্ছি
* চিনি না
* পদতলে রক্ত
* লাঞ্চ বক্স।

ভূমিকা
এবারো দীর্ঘকাল পর ‘উত্তম’ পুরুষ’ আবার প্রকাশিত হলো বিউটি বুক হাউজের প্রতিষ্ঠাতা হামিদুল ইসলাম-এর আন্তরিক প্রচেষ্টায়। আজকের পাঠকদের কাছেও বইটি আগের মতোই সমাদৃত হবে বলে আমার বিশ্বাস।
-রশীদ করীম
ধানমন্ডি,ঢাকা,ফেব্রুয়ারি ২০০১


ডাউনলোড করুন বইটি

Tags: ,

0 Responses to “রশীদ করীম উপন্যাস সমগ্র”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks