শুক্রবার, ১৯ জুন, ২০১৫
পাকিস্তানের ভূতদর্শন - যতীন সরকার
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠতম প্রাবন্ধিক যতীন সরকার তাঁর শক্তিশালী লেখনীতে বাঙালি পাঠকদের উপহার দিয়েছিলেন, ‘পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন’ আট বছর আগে প্রকাশিত এই অমূল্য বইটি বিপুল পাঠকের অভিনন্দন এবং বিদ্বজ্জনের সমীহ লাভ করেছিল। এরপর থেকে অগণিত পাঠকের প্রতীক্ষা এই বইয়ের পরবর্তী খণ্ডের জন্য। যতীন সরকারকে বহু পাঠকের অনুরোধ ও তাড়নার চাপের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু না, তাৎক্ষণিক চমক সৃষ্টিতে পারঙ্গম লেখকদের তালিকায় তিনি কখনোই নন। স্থিতধী তিনি, ব্যক্তি-সমাজ-রাষ্ট্রকে নিরাসক্ত দার্শনিকতায় অবলোকনের অবিচল প্রত্যয়ে তিনি সময় নিয়েছেন পাঠকদেরকে আরো একধাপ জাগ্রত করার জন্য। ‘পাকিস্তানের ভূতদর্শন’ সেই প্রতীক্ষার অবসানের নামান্তর। গত চার দশকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিকৃত করে কিভাবে মৃত পাকিস্তানের প্রেতাত্মাকে ফিরিয়ে আনা হয়েছে তার অনবদ্য বয়ানে সমৃদ্ধ এই বই। মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তারা এই বই পড় চমকে উঠবেন নিজেদের অপকর্মের নিখুঁত বিশ্লেষণ দেখে। আর যারা মুক্তিযুদ্ধের চেতনার যথার্থ ধারক ও বাহক তারা নিজেদের ব্যর্থতার খতিয়ান দেখে যেমন অনুতপ্ত হবেন, তেমনি প্রজ্বলিতও হবেন তাদের ব্যর্থতা মোচনের লক্ষ্য লেখকের প্রেরণাদায়ক ও আশাবাদী দিকনির্দেশনা পড়ে। বাঙালি পাঠকমাত্রের জন্যে ‘পাকিস্তানের ভূতদর্শন’ অবশ্যপাঠ্য।
0 Responses to “পাকিস্তানের ভূতদর্শন - যতীন সরকার”
একটি মন্তব্য পোস্ট করুন