মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
ফোকলোর ও জেন্ডার - সুস্মিতা চক্রবর্তী
মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫ by Usama Yousuf
পৃথক শাস্ত্র হিসেবে ফোকলোরের যে ইতিহাস, সেখানে নারী-ফোকলোরবিদেরাও কাজ করেছেন। সুতরাং ফোকলোর-শাস্ত্র অনুশীলনের ক্ষেত্রে জেন্ডার বিষয়ক মূল প্রশ্নটি স্রেফ নারীর অনুপস্থিতিজনিত নয়—সমস্যাটি বরং দৃষ্টিভঙ্গিগত। লোকপরিসরে নারীর জীবনের কোন দিকগুলোকে অধ্যয়নের উপজীব্য বলে মনে করা হয়েছে এবং গবেষকেরা নারীর জীবন ও অভিজ্ঞতার কোন দিকগুলিকে দেখতে ব্যর্থ হয়েছেন, সেদিকে নজর দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এ দিকটিতেই মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে এই। এবং মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে ফোকলোর নিয়ে আগ্রহী শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও পাঠক সম্প্রদায়ের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “ফোকলোর ও জেন্ডার - সুস্মিতা চক্রবর্তী”
একটি মন্তব্য পোস্ট করুন