বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
লং ওয়াক টু ফ্রিডম - নেলসন ম্যান্ডেলা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫ by Usama Yousuf
দক্ষিণ আফ্রিকায় সবাই তাকে ‘মাদিবা’ নামেই চেনে। এটি তার গোত্রীয় নাম। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম। জন্মের পর থেকেই সংগ্রাম। সেই সংগ্রাম এখনও থেমে নেই। সুদীর্ঘ সাতাশ বছর জেলখানায় কাটিয়ে ১৯৯০ সালে মুক্তি পান নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা। ‘১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট হন। ১৯৯৩ সালে এই মহান নেতা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এখন অবসরে আসলেও তিনি থেমে নেই। দক্ষিণ আফ্রিকায় তিনি গড়ে তুলেছেন এক সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘ম্যান্ডেলা ফাউন্ডেশন।’ এ ফাউন্ডেশনের প্রধান হিসেবে এখনও সংগ্রাম করছেন এই চিরসংগ্রামী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “লং ওয়াক টু ফ্রিডম - নেলসন ম্যান্ডেলা”
একটি মন্তব্য পোস্ট করুন