বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার - যতীন সরকার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫ by Usama Yousuf
যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ-একথা নির্দ্বিধায় বলা যায়।তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর রচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। সাহিত্যের কীর্তিমান অধ্যাপক হলেও তাঁর লেখালেখি শুধু সাহিত্যে সীমাবন্ধ থাকেন নি।সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তুত জগতেও তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ-রাজনীতির গুরুত্বপুর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার - যতীন সরকার”
একটি মন্তব্য পোস্ট করুন