শুক্রবার, ১০ জুলাই, ২০১৫
জ্বলে উঠি সাহসী মানুষ - মোহন রায়হান
শুক্রবার, ১০ জুলাই, ২০১৫ by Usama Yousuf
বাংলা কবিতাকে গণ-মানুষের অধিকার অর্জনের মুখ্য পঙক্তিমালা করে তুলেছেন যে কজন বিশিষ্ট কবি, মোহন রায়হান তাদের অন্যতম। সত্তর দশকের এই প্রতিনিধিত্ব-শীল কবির বড়ো পরিচয় হচ্ছে তিনি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা। একটি জাতির মুক্তি সংগ্রামে অংশ নেওয়ার বিরল সৌভাগ্য খুব কম কবিরই ঘটে। মোহন রায়হান সেই সৌভাগ্যের শৌর্যাধিকারী। মোহন রায়হান কবিতা লিখে চলেছেন দীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে। তার আরও একটি বড় পরিচয় আছে। তিনি একজন প্রগতিশীল রাজনৈতিক, সংগঠক। কবি মোহন রায়হানের কবিতাগুলো বাঙালি জাতিসত্তার স্বপ্ন ও বিরহের প্রতিকৃতি হয়েই জেগে আছে। বেঁচে আছে প্রেম ও পরিণয়ের ধ্রুব হয়ে। যে প্রেম বার বার নিবন্ধন করেছে এই বাংলার সবুজ প্রান্তর, এই পদ্মা-মেঘনার সৃষ্টির ঢেউ কিংবা এই মুষ্টিবদ্ধ তারুণ্যের একক শপথ, অঙ্গীকার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “জ্বলে উঠি সাহসী মানুষ - মোহন রায়হান”
একটি মন্তব্য পোস্ট করুন