মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

পূর্ববঙ্গের বিভিন্ন, জাতি, বর্ণ ও পেশার বিবরণ (৩ খণ্ড একত্রে) - জেমস ওয়াইজ

IMG_0001_compressed1


জেমস ওয়াইজের ‘নোটস অন দি রেসেস কাস্টম এ্যান্ড ট্রেডস অব ইস্টার্ন বেঙ্গল’ থেকে গত এক শতক ধরে উদ্ধৃতি দেয়া হচ্ছে। কিন্তু, বইটি বাজারে কখনও দেখা যায়নি। বিভিন্ন জনের উদ্ধৃতাংশই আবার উদ্ধৃত হয়েছে। কারণ একটিই- বইটি কখনই প্রকাশিত হয়নি।
ড. মুনতাসীর মামুন প্রথম বইটি শুধু বাংলায় অনুবাদ-ই নয়, প্রকাশেরও বন্দোবস্ত করেন। মূল বইটি মুদ্রিত হয়েছিল ১৮৮৩ সালে। নামপত্রে মুদ্রিত ‘নট পাবলিশড।’ একটি মাত্র কপি রক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। ওয়াইজ হেনরি বিভারিজকে এক কপি উপহার দিয়েছিলেন। বিভারিজ যখন আবার তাঁর কাগজপত্র লাইব্রেরিকে দান করেন তখন ঐ কপিটিও লাইব্রেরিতে স্থান পায়। ইংরেজী বইয়ের মোট মুদ্রিত সংখ্যা ছিল ১২ কপি। বাকি ১১ কপি হারিয়ে গেছে।
আইসিবিএস প্রথম ১৯৯৮ সাল থেকে বইটির অনুবাদ প্রকাশ করতে থাকে।
জেমস ওয়াইজের পূর্ববঙ্গের বিভিন্ন জাতি, বর্ণ ও পেশার বিবরণ ‘প্রথম’ প্রকাশিত হলো ১০০ বছর পর। ক্রমান্বয়ে অনূদিত হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ প্রকাশিত হয়েছে ১৯৯৮, ২০০০, ২০০২তে। অনুবাদ করেছেন জনাব ফওজুল করিম। প্রথম ভাগ ‘মুহামেডান,’ দ্বিতীয় ভাগ ‘রিলিজিয়াস সেক্টস অব দি হিন্দুজ।’ তৃতীয় ভাগ ‘হিন্দু কাস্টম অ্যান্ড অ্যাবরেজিনাল রেসেস’। এবং চতুর্থ ভাগ ‘আর্মেনিয়ানস’ ও পঞ্চম ভাগ ‘পর্তুগীজ ইন ইস্টার্ন বেঙ্গল’। তবে তৃতীয় ভাগে মূল গ্রন্থের শেষ দুই ভাগও অন্তর্ভুক্ত হয়েছে।
গ্রন্থটির মূল্য অপরিসীম। ওয়াইজের রচনা সমসাময়িক তো বটেই, পরবর্তীকালে অনেক নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞান এবং ঐতিহাসিককে প্রভাবিত করেছে। এ পরিপ্রেক্ষিতে ওয়াইজকে পূর্ববঙ্গের নৃতত্ত্বচর্চার পথিকৃৎ হিসেবে উল্লেখ করা যেতে পারে।


ডাউনলোড করুন
প্রথম খণ্ড
দ্বিতীয় খণ্ড
তৃতীয় খণ্ড

Tags: ,

0 Responses to “পূর্ববঙ্গের বিভিন্ন, জাতি, বর্ণ ও পেশার বিবরণ (৩ খণ্ড একত্রে) - জেমস ওয়াইজ”

একটি মন্তব্য পোস্ট করুন

Contact

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Ebook Craver. All rights reserved.
Designed by SpicyTricks