মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
জীবন আমার বোন - মাহমুদুল হক
মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫ by Usama Yousuf
জীবন আমার বোন মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্লেষণও রয়েছে। সম্ভবত বলা চলে না যে মুক্তিযুদ্ধ এই রচনার মূল বিষয়, কিন্তু তার চেয়েও বড় কথা সমকালের অন্তর্লীন টানাপোড়েন ও গতি-প্রকৃতি এতে ব্যক্তির অনুভূতির মধ্য দিয়ে বিশ্লেষিত হয়েছে। সে হিসেবে এই উপন্যাসটি সমকালের অন্তর্দর্শন বটে।
ডাউনলোড করুন বইটি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Responses to “জীবন আমার বোন - মাহমুদুল হক”
একটি মন্তব্য পোস্ট করুন